
নিউজ ডেস্কঃ
বান্দরবান ভ্রমণের জন্য আসায় দু’টি গাড়ির নয় জন পর্যটককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত যাত্রী নেওয়ায় দু’টি যাত্রাবাহী বাসকেও জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৩ জুন) বিকালে বান্দরবানের প্রবেশমুখ হলুদিয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জরিমানা করে। প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বান্দরবান সদরের প্রবেশমুখ হলুদিয়া গেইট এলাকায় চট্টগ্রামের কেরানীহাট থেকে প্রাইভেট গাড়িতে করে ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবান যাওয়ার সময় একটি গাড়িতে থাকা ৪ জন পর্যটক এবং ভ্রমণ শেষে ফেরার পথে আরেকটি প্রাইভেট গাড়িতে থাকা ৫ পর্যটককে সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ও ২৪ (২) ধারায় ৫ হাজার টাকা করে দু’টি গাড়ির পর্যটকদের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান।
এসময় অতিরিক্ত যাত্রী নেওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় বান্দরবান-কেরানীহাট সড়কে চলাচলকারী একটি বাসকে দুই হাজার টাকা এবং বান্দরবান-চট্টগ্রাম সড়কের আরেকটি বাসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান বলেন, সরকার চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে চলাচল না করে সেই বিষয়ে বলা হয়েছে এবং চলাচলের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারেও বলা হয়েছে।
কোনো উদ্দেশ্য ছাড়া গাড়ি নিয়ে বান্দরবান আসায়, গাড়িতে বসার সময় শারীরিক দূরত্ব বজায় না রাখায় এবং মাস্ক না থাকায় আইন অনুযায়ী দু’টি গাড়িকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং নির্দিষ্ট সংখ্যকের বেশী যাত্রী নেওয়ায় দু’টি বাসকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা করার পাশাপাশি অন্য যাত্রীদের ও সচেতন করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান।