নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আরও আট জন চিকিৎসকের শরীরে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। আজ বুধবার (৩ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭ জন চিকিৎসক সহ ২২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।এদের মধ্যে আট জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। শনাক্তকৃত আট চিকিৎসকই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।
আজ বুধবার (৩ জুন ) রাতে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭ জন চিকিৎসকের করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৮ জন চিকিৎসকের করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে।
এদিকে চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে মেরিন সিটি মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন বিশেষজ্ঞ ডা. এহসানুল করিমের মৃত্যু হয়।এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ল্যাবে ২২৬ জনের নমুনা পরীক্ষার চমেকের পিসিআর ল্যাবের এক মেডিকেল টেকনোলজিষ্ট, সিভিল সার্জন কার্যালয়ে দু্ই কর্মচারী সহ করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন।