গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বাকলিয়া থানা শাখা আয়োজিত এক সভায় অদ্য ৪ জুন (বৃহস্পতিবার) বিকেলে স্থানীয় সিলভার প্যালেস হলে মুহাম্মদ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সদস্য সচিব আলহাজ্ব মুহাম্মদ ছাদেক হোসেন পাপ্পু, নগর কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান। থানা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন সুরুজের পরিচালনায় থানা কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ আবদুল করিম সেলিম, নুর হোসেন কোম্পানী, আলহাজ্ব মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ হাসান, নজরুল ইসলাম বাবুল প্রমুখ।
সভায় মহানগর নির্দেশক্রমে বাকলিয়া থানায় এরিয়া বিশেষ করে ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ডে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন ও কাফনের জন্য একটি টিম গঠন করা হয়। দাফন-কাফনের টিমের সদস্যরা হলেন প্রধান সমন্বয়ক মুহাম্মদ জামাল উদ্দীন সুরুজ, সদস্য মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ শহীদ, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ বাদশা, মুহাম্মদ মিঝবাহ উদ্দীন বাপ্পি, মুহাম্মদ তাসবীর, মুহাম্মদ অমিত হাসান সুজন, মুহাম্মদ হোছাইন প্রমুখ। থানা এরিয়া করোনা মৃত ব্যক্তিদের দাফন-কাফনে নিয়োজিত টিম সদস্যদের কোয়ারেন্টিন সেন্টার “সিলভার প্যালেস কমিউনিটি হল” নির্ধারণ করা হয়।