
নিউজ ডেস্কঃ
সরকারি নির্দেশনা অমান্য করে নগরীতে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় পাঁচ প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার (৪ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।অর্থদণ্ড পাওয়া পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান হলেন- তাজ ট্রেডার্স প্রাইভেট লিমিটেড, নবাব সিরাজুদ্দৌলা রোডের ফুলকলি ও পাঁচলাইশের ওয়ালটন, বনফুল, ফুলকলি।জানা যায়, বিকাল চার টার পর দোকানপাট বন্ধ রাখতে সরকারি নির্দেশনা রয়েছে।
সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখায় বনফুল, ফুলকলি, ওয়ালটন সহ ৫টি প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখায় পাঁচ প্রতিষ্ঠানকে দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী মামলা ও জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার। করোনাভাইরাস পরিস্থিতি ভাল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ জানান।