ছাতক প্রতিনিধি::
ছাতকে রাতের বেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে এক চাল ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার। জানা যায়, শুক্রবার (৫ জুন) রাত দশটার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল (১০টাকা কেজির চাল) ডিলার ফয়জুল করিমের গোদাম থেকে বস্তাবদল করে পিকআপ ভ্যানে তুলার সময় অভিযান চালান ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির। এসময় বস্তাবদল করা ৩০ কেজির ৬০বস্তা চাল ও ৯৯টি খালি বস্তাসহ গিয়াস উদ্দিন নামের একজনকে আটক করা হয়। তিনি বস্তা পাল্টিয়ে চটের বস্তায় সরকারি চাল ভরে অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন।
গিয়াস উদ্দিন চরমহল্লা ইউনিয়নের কেজাউরা গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র।ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই গোদামের মূল ডিলার ফয়জুল করিম নামের এক ব্যক্তি। তিনি আর্থিকভাবে অসচ্ছল থাকায় তার লাইসেন্স দিয়ে ব্যবসা করে আসছেন শামসুদ্দিন ও তার ভাই গিয়াসউদ্দিন। তিনি জানান, অভিযানের সময় শামসুদ্দিন পালিয়ে যান। গিয়াস উদ্দিনকে চালসহ আটক করা হয়। পাচারের কাজে ব্যবহৃত পিক-আপটি ও আটক করে থানায় পাঠানো হয়েছে।