নিউজ ডেস্কঃ
হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজ উদ্দিন জুনায়েদ ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সদর উপজেলার পইল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ সোহাগকে ইউনিয়ন ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।