মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি বজ্রপাতে নিহত পৌর এলাকায় ও বালিগাঁও গ্রামের মনির মিয়ার স্ত্রী ও উজিরপুর গ্রামের জুবের উদ্দিনের পরিবার প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা পেল দুটি পরিবার। গত শনিবার (৬ জুন) বিকেলে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্টানে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা হিসেবে পরিবারপ্রতি ৫ হাজার চেক নিহত পরিবারবর্গের হাতে তুলে দেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,
মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।উল্লেখ্য যে, সম্প্রতি উজিরপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ি আমিন মিয়ার ছেলে কমলগঞ্জ আইডিয়াল কেজি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র জুবের উদ্দিন এবং বালিগাঁও গ্রামের মনির মিয়া বজ্রপাতে মৃত্যু হয়েছিল।