রিপন মারমা রাঙ্গামাটি
রাঙ্গামাটি শহরে ভেদভেদী বাজার এলাকার এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে গত শনিবার (৬ জুন) বিকালে মারা যাওয়ার পর ,সোমবার (৮ জুন) তার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।এছাড়াও গত ৩১ মে বিকালে কাপ্তাই উপজেলার রাইখালীর ইউনিয়নের পূর্ব কোদালা গ্রামের করোনা উপসর্গ নিয়ে চট্রগ্রাম রয়েল হাসপাতালের এক ব্রাদার মারা যান। তার রিপোর্টও আজ পজেটিভ এসেছে ।জেলার প্রথম করোনার এই দুই জনের মূত্যুর খবর নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা:মো:মোস্তফা কামাল ।স্থানীয় সূত্রে জানা যায়,সদরে মারা যাওয়া বৃদ্ধ লোকটি ছেলের দোকানের এক কর্মচারীর করোনা ভাইরাস শনাক্ত হয়।
শনাক্ত হওয়ার পর থেকে তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনের রাখা হয়।সবার নমুনা সংগ্রহ করা হলে ও বৃদ্ধর রিপোর্ট আসে মারা যাওয়ার একদিন পর। বৃদ্ধ লোকটি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের ভুগছিলেন বলে আনা যায়।অন্যদিকে,কাপ্তাইয়ে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তি ছিলেন থুইঅংপ্রু মারমা (২৬) তিনি চট্রগ্রামের রয়েল হাসপাতালের সিনিয়র স্টাপ নার্স।এই স্বাস্থ্যকর্মী চট্রগ্রাম করোনা সংক্রমিত হন বলে জানা যায় ।পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ছুটি নিয়ে বাড়িতে চলে আসেন।এবং গত ৩১ মে মারা যায়।
করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মনেই দুই ব্যাক্তি দাফনও সৎকার করা হয়েছে বলে নিশ্চিত করেন ডা:মোস্তফা কামাল।তিনি আরও জানান, জেলা এই দুইজন সহ আরও সাত জনের রিপোর্ট পজেটিভ এসেছে।এর মধ্যে সদরে চার জন,কাপ্তাইয়ে দুইজন ,কাউখালীতে একজন রয়েছেন।এদের সবার রিপোর্ট এসেছে চট্রগ্রাম ভেটেরিনারি ওআ্যামিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে।এর আগের রবিবার রাতের খাগড়াছড়ি বাঘাইছড়ি প্রথম বারে মত একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে এ নিয়ে জেলায় এখন মোট করোনা আক্রান্ত ৭৮ জন।