নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম রাউজানের ৬ আসনের সংসদ সদস্য জনাব ফজলে করিম চৌধুরী কারোনায় আক্রান্ত নন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন, ডা. শেখ ফজলে রাব্বি, গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ফজলে করিম চৌধুরীর করোনায় আক্রান্ত হয়েছে বলে, নিউজ প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন বিষয়টি সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম পেইজে নিশ্চিত করেছেন, তিনি পেইজে যা লিখেছেন পাঠকের জন্য তা হুবহু তুলে ধরা হলো।
কিছু কিছু সংবাদ মাধ্যমে চট্টগ্রাম -৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এবিএম ফজলে করিম চৌধুরী -র করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্তের বিষয়ে একটি খবর আমাদের দৃষ্টি গোচরীভূত হয়েছে। অত্র কার্যালয়ে কোভিড-১৯ পরীক্ষাগারসমূহ হতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রতীয়মান হয় যে, মাননীয় সংসদ সদস্য করোনাভাইরাস কোভিড -১৯ আক্রান্ত নন।( ২১/০৫/২০২০ খ্রীঃ)। এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।