ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকের এক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীসহ নতুনকরে ২০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।আক্রান্ত চেয়ারম্যান উপজেলার কালারুকা ইউনিয়নের অদুদ আলম ও তার স্ত্রী রাফিজা বেগম বলে জানা গেছে। বুধবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নাসাল ও সোয়াব টেস্ট করে তাদের শরিরে করোনা ভাইরাস পজেটিভ বলে শনাক্ত হয়।আক্রান্তদের মধ্যে ছাতক পৌর শহরের মণ্ডলীভোগ এলাকার ৫ জন,
বাগবাড়ি এলাকার ১জন, ছাতক বাজারের ২জন, গনক্ষাই এলাকার ১জন, কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের ৩জন, শিমুলতলার ২জন, হাসনাবাদ গ্রামের ১জন, জাউয়া বাজার ইউনিয়নের গনিপুর, হাবিদপুর, দেবেরগাওঁ গ্রামের একজন করে শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেললায় ১১৪ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬জন।বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির।