(সরিষাবাড়ী) প্রতিনিধি
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ২নং পোগলদিঘা ইউনিয়নের ৩নং বগারপাড় ওয়ার্ডের মেম্বার মোঃ তোজাম্মেল হোসেন (তোজা) পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পরেন এলাকার লোকজনের কাছে।এ ঘটনাটি ঘটে ১২/০৬/২০২০ ইং রোজ শুক্রবার বাদ এশার নামাযের পর মোঃ আবজাল হোসেনের বাড়ীতে। ঘটনার স্থানে গিয়ে জানা যায় মোঃ আবজাল হোসেনের স্ত্রী মোছাঃ চামিলী বেগমের সাথে ৩ং বগারপাড় ওয়ার্ডের মেম্বার মোঃ তোজাম্মেল হোসেন (তোজার) সাথে দীর্ঘ দিন যাবত পরকীয়ার সম্পর্ক চলে আরছিল।
পরবর্তীতে এলাকাবাসীর সূত্র ধরে জানা যায় ৩ং ওয়ার্ডের মেম্বার মোঃ তোজাম্মেল হোসেন(তোজা) দীর্ঘ দিন যাবত মোছাঃ চামেলী বেগমের বাডীতে বিভিন্ন ফলমুল নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করত এ দেখে এলাকা বাসীর মনে সন্ধেহের সৃষ্টি হয়।পরবর্তীতে রোজ শুক্রবার বাদ এশার নামাযের পর ৩ং ওয়ার্ডের মেম্বার মোঃ তোজাম্মেল হোসেন (তোজা) মোছাঃ চামেলী বেগমের বাড়ীতে যাচ্ছিলেন এমন সময় এলাকাবাসীর চোখে পড়ে তখন এলাকার কয়েক জন যুবক মিলে মোছাঃ চামিলী বেগমের বাড়ী যায়।
সেখানে গিয়ে তারা দেখে বাড়ী গেট লাগানো কিন্তুু ঘরের লাইট জ্বালানো তখনি এক যুবক মোছাঃ চামেলী বেগমের ঘরের টিনে ফাক দিয়ে তাকিয়ে দেখে ৩নং ওয়াডের মেম্বার মোঃ তোজাম্মেল হোসেন(তোজা) ও মোছাঃ চামেলী বেগম দুইজনেই উলঙ্গ আবস্থায় যৌন মিলনে লিপ্ত আছে ঠিক সেই আবস্থাতে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করে এবং এলাকার লোকজন গিয়ে তাদেরকে উলঙ্গ অবস্থায় হাতে নাতে ধরে ফেলে।
পরবর্তীতে বিভিন্ন সাংবাদিক ও ২ং পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান সামস উদ্দিন এবং এলাকার রাজনৈতিক নেতাকর্মী ঘটনা স্থলে উপস্থিত হয়ে রাত্রি ০২:০০ সময় সরিষাবাড়ী থানা পুলিশের নিকট ৩নং বগারপাড় ওয়ার্ডের মেম্বার তোজাম্মেল হোসেন (তোজা) কে এবং মোঃ আবজাল হোসেনর স্ত্রী মোছাঃ চামেলী বেগম কে হস্তান্তর করেন।