গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইমরান হোসেন করোনা ভাইরাস(কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ জন্য সংক্রামক রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আিইন, ২০১৮এর ১১ ধারা মোতাবেক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা গলাচিপা হাসপাতালের ডক্টরস কোয়াটারটি লকডাউন ঘোষনা করা হয়েছে। শনিবার গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোয়াটার থেকে সকল আসা-যাওয়া নিষিদ্ধ। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।