
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের বিক্ষোভ যেন থামছেই না যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সহিংস ডানপন্থি বিক্ষোভকারীরা আইনপ্রয়োগকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। গত শনিবার ১৩ জুন কয়েক হাজার লোক লন্ডনের কেন্দ্রস্থলে জড়ো হয়ে তারা ভাস্কর্য রক্ষা করছে বলে দাবি করেন, এদের মধ্যে কিছু উগ্র-ডানপন্থি সংগঠনের কর্মীও ছিল, তারা বিক্ষোভ করার একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন বিবিসি।
বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের হাত থেকে ভাস্কর্যগুলোকে সুরক্ষিত রাখতে যুক্তরাজ্যের বিভিন্ন উগ্র-ডানপন্থি সংগঠনের কর্মীরা আগেই লন্ডনে জড়ো হওয়ার ঘোষণা দিয়ে রেখেছিল।
এদিন নগরীর কেন্দ্রস্থলে হোয়াইটহলের ওয়ার মেমোরিয়ালের আশপাশে ও পার্লামেন্ট স্কয়ারে অবস্থিত উইনস্টন চার্চিলের মূর্তির কাছে তারা জড়ো হয়। এদের বেশিরভাগই ছিল শ্বেতাঙ্গ। গত সপ্তাহে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা চার্চিলের মূর্তিতে ‘ওয়াজ এ রেসিস্ট’ কথাটা লিখে দিয়েছিল।
উগ্র-ডানপন্থিদের একটি বড় দল লন্ডনের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ করতে দেখা যায় এক পর্যায়ে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পুলিশের দিকে পাথর, বোতলসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারার পাশাপাশি পুলিশ সদস্যদের লাথি-ঘুষিও মেরেছেন তারা। তাদের হামলায় ৬ পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশের উপর হামলার এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
‘আমাদের সড়কগুলোতে বর্ণবাদী হিংগ্রতার স্থান নেই,’ বলেছেন তিনি। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছেন, তারা সহিংস বিশৃঙ্খলা, পুলিশের উপর হামলা, আগ্নেয়াস্ত্র বহন, শান্তি নষ্ট, মাতলামিজনিত বিশৃঙ্খলা এবং মাদক বহনের অপরাধে বহু লোককে আটক করেছে।গত শনিবার বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরাও লন্ডনসহ যুক্তরাজ্যের অন্যান্য শহরে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে।