নিউজ ডেস্কঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলয় কথিত বন্দুকযুদ্ধে র্যাবের গুলিতে গণধর্ষণ মামলার প্রধান আসামি নিহত হয়েছেন।আজ সোমবার (১৫ জুন) বাঁশখালী থানাধীন মিয়ার বাজার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাহমুদুল হাসান মামুনের ভাষ্য।নিহত আবদুল মজিদ (৩০) বৈলছড়ি চেচুরিয়া ঘোনাপাড়ার বাসিন্দা। তিনি গত ২৭ এপ্রিল বাঁশখালীর বৈলছড়ি এলাকায় এক তরুণীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি ছিলেন বলে র্যাব জানিয়েছেন।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান মামুন বলেন, “র্যাবের একটি টহল দলের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এর পরে সেখানে গণধর্ষণ মামলার প্রধান আসামি আবদুল মজিদের লাশ পাওয়া যায়।”ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও র্যাব এ কর্মকর্তা জানান।