মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে প্রধানমন্ত্রীর উপহার দূর্যোগ সহনীয় বাসগৃহ পেলেন বাক প্রতিবন্ধী রোজিনা আক্তার। রবিবার (১৪ জুন) বেলা প্রায় ২টায় শমশেরনগর ইউপি’র ভরতপুর গ্রামে ‘টিআর ও কাবিটা’ কর্মসূচীর আওতায় প্রায় তিন লাখ (২,৯৯০০০) টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার কাজের শুভ সূচনা করেন- আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এম পি’র পক্ষে এমপির ছোট ভাই ও কমলগঞ্জ-শ্রীমঙ্গলের উন্নয়ন সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল।
এর আগে একই বিষয়ে শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর সভাপতিত্বে সুবিধাভোগীর ভিটায় এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, সমাজকর্মি ও কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। বৈঠকে আলোচনা করেন, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আছাদুজ্জামান, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় শমশেরনগর এর সাবেক সভাপতি এবিএম আরিফুজ্জামান অপু, কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আব্দুল মালিক বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, শমশেরনগর ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য শেখ রায়হান ফারুক, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো: তোয়াহিদ আলী, সাংবাদিক এস এ চৌধুরী জয়, শিক্ষক অনিমেষ পাল লিটন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, আলহাজ¦ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এম পি অনলাইন ফোরাম’র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আহমেদ রাজসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা করে ও মৌলভীবাজার-৪ আসনের আলহাজ¦ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এম পির বিশেষ বরাদ্দ কৌটা থেকে রোজিনা আক্তারকে তালিকায় অন্তর্ভূক্তির ফলে দূর্যোগ সহনীয় বাসগৃহ পেয়েছেন জানিয়ে বক্তারা কমলগঞ্জ-শ্রীমঙ্গলে ড. আব্দুস শহীদ এম পির নেতৃত্বে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তোলে ধরেন। পাশাপাশি বৈশি^ক মহামারি করোনা বিষয়ে সবাইকে আরোও সচেতন-সতর্ক হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। কমলগঞ্জে দূর্যোগ সহনীয় বাসগৃহ ২৪টি বরাদ্দ এবং এর আগে ২/৩টিতে এ রকম উঠান বৈঠক করা হয়নি জানিয়ে এ উঠান বৈঠকেরও প্রশংসা করা হয়।