আন্তর্জাতিক ডেস্কঃ
চীনের রাজধানী বেইজিং এ নতুন করে যে করোনাভাইরাসের কোভিড১৯ এর সংক্রমণ ছড়িয়েছে, সেটির উৎস বলে সন্দেহ করা হচ্ছে নগরীর মাছ-মাংস আর শাক-সব্জির এক পাইকারী বাজারকে।চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এক খবরে বলা হচ্ছে, শিনফাডি মার্কেটে স্যামন মাছ কাটা হয়েছে যে চপিং বোর্ডে, সেখানে প্রথম এই ভাইরাস পাওয়া যায়। এর ফলে স্যামন মাছ নিয়ে চীনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সুপারমার্কেটগুলো তাদের তাক থেকে স্যামন মাছ সরিয়ে ফেলেছে। রেস্টুরেন্টে স্যামনের বিক্রি করা বন্ধ করে দিয়েছে। ইউরোপ থেকে স্যামন মাছের আমদানি বন্ধ করে দিয়েছে চীন।তবে চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলছে, স্যামন মাছে এই করোনাভাইরাস ছিল, এমন সম্ভাবনা তারা দেখছে না এর পরেও তারা সতর্ক রয়েছে।
সূত্র: বিবিসি বাংলা