আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবে গত একদিনে ৪৩০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লক্ষ ৫০ হাজার ২৯২ জন। টানা ৬ দিন ধরে দৈনিক চার হাজারের উপরে করোনায় আক্রান্ত হয়ে আসছে দেশটিতে, তবে আজ কিছুটা কমেছে। একদিনে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে এক হাজার ১৮৪ জন।আজ শুক্রবার ১৯ জুন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানা গেছে।দেশটিতে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৭৬৪ জন।
দেশটি করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫৩ হাজার ৩৪৪ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১ হাজার ৯৪১ জন।
আজও সর্বোচ্চ আক্রান্ত দেশটির রয়েছে রাজধানী রিয়াদ; ১০৯১ জন, হুফোফ ৪৩০ জন, জেদ্দায় ৩৮৪ জন, মক্কা মুকাররমায় ৩০৫ জন, তায়েফ ২১৩ জন কাতিপ ১৮০ জন, দাম্মাম ১৬৭ জন, আল খোবার ১৫৩ জন, আল মুবারাজ ১৪৫ জন, মদিনা মুনাওয়ারায় ১০৪ জন, জাহারান ৭৫ জন, ওয়াদি আল দাওয়াসির ৭৫ জন, আল জুবাইল ৫৯ জন, খামিস মুশাইত ৫৪ জন, সাফওয়া ৫৩ জন,হায়েল ৪৭ জন।
এছাড়া আল খারিজ ৪০ জন,আদ দিরিয়াহ ৩৬ জন, নাজরান ৩৫ জন, তাবুক ৩৫ জন, আল মাজাহামিয়া ৩০ জন, আবহা ২৮ জন, রাস তান্নুরা ২৫ জন, হাপের আল বাতেন ২৪ জন, বুরাইদা ২৩ জন, ইয়ানবু ২১ জন, আল জুপর ১৭ জন, বিশা ১৭ জন, আফিফ ১৬ জন, আল মাজময়াহ ১৫ জন, আল উয়ুন ১৪ জন, আহাদ রুপাইদা ১২ জন, সামতা ১১ জন, হুরাইয়া মালা ১১ জন, আলবাহা ১০ জন, সাকাকা ১০ জন,জাহারান আল জুনুব ১০ জন ও জিজান ১০ জন।
এছাড়াও আরও কিছু অঞ্চলে কয়েকজন করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান প্রথম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এ পর্যন্ত ৮৬ লক্ষ ১৬ হাজার ৮০৭ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার ৭৪ মতো। সুস্থ হয়েছেন ৪৫ লক্ষ ৬৩ হাজার ২৬৩ জন।