নগরীর আকবর শাহ থানাধীন কৈবল্যধাম আবাসিক এলাকাস্থ এইচ ব্লক নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার অবসরপ্রাপ্ত সহ-ব্যবস্থাপক হাজী মোঃ আব্দুল বাতেন (৭৪) গত ১৬ই জুন ভোর ৬ টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে হালিশহরস্থ ছোট ছেলের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৪ ভাই ১ বোন, ২ ছেলে, ০১ মেয়ে, পুত্র বন্ধু, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখেন।
হালিশহরস্থ প্রিমিয়ার এসেটস্ মাঠে প্রথম জানাযা ও আকবর শাহ থানাধীন কৈবল্য ধাম হাউজিং এষ্টেট বঙ্গবন্ধু বিদ্যালয় মাঠে ২য় জানাযায় ইমামতি করেন আল হেরা কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা বেলাল হোসেন, জানাযার পুর্বে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আলমগীর হোসেনের উপস্থিতিতে আকবর শাহ্ থানা পুলিশের একটি টিম গার্ড অব অনার প্রদান করেন। চট্টগ্রাম পুলিশ কমিশনারের পক্ষ হতে পাহাড়তলী জোনের এসি মোঃ আরিফ হোসেন ও আকবর শাহ্ থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বাতেনের পুত্র সন্তানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় মরহুমের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহিরুল আলম জসিম। জানাযা নামাজে এলাকার গণমান্য ব্যক্তিবর্গসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মরহুমের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস শোক প্রকাশ করেন।