নিউজ ডেস্কঃ
প্রণঘাতী মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে সবমোট মৃত্যু হয়েছে ১,৫৪৫ জন করোনা ভাইরাসে। একই সময়ে করোনাভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩ হাজার ৪১২ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে এক লক্ষ ১৯ হাজার ১৯৮ জন।আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিন পড়েন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি নতুন একটিসহ মোট ৬৫ টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৪১২ জন।গত ২৪ ঘন্টায় আরও ১৭ হাজার ৫৬৩ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ২৯২ টি নমুনা। এই নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লক্ষ ৪৪ হাজার ১১ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে আরো ৩ হাজার ৪১২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ১৯ হাজার ১৯৮ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে আরো ৪৩ জন।
ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৪৫ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়িতে পেরেছেন আরো ৮৮০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৩৫ জনে।বরাবরের মতোই ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো করোনাভাইরাস এখন গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে।
এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯২ লক্ষ ২ হাজার ৩৮৬ জন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৬৬২ জন। তবে ৪৯ লক্ষ ৫৩ হাজার ৭৮০ জন করোনা রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ এর পর ধীরে ধীরে বাড়তে থাকে করোনাভাইরাসের রোগীর সংখ্যা আজ সোমবার (২২ জুন) পর্যন্ত বাংলাদেশ করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লক্ষ ১৯ হাজার ১৯৮ জনে।