![](https://ajanabangladesh.com/wp-content/uploads/2022/03/life2.gif)
মাহমুদুল হাসান:ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে মেহেদী হাসান রাজিব (২৮) নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র খুনের ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিহাদ (২৭) ভূঞাপুর উপজেলার মফিজুল হকের ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে গাছের আম পারাকে কেন্দ্র করে চাচাত ভাই জিহাদের হাতে খুন হন ওই শিক্ষার্থী। নিহত রাজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ও গাড়াবাড়ি গ্রামের গোলাম মোস্তফা ওরফে দুলালের ছেলে। সে বিশ্ববিদ্যালয়ের জহুরল হক হল শাখা’র সাবেক সহ-সভাপতি।