কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার টেকনাফ উপজেলায় হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলী সংলগ্ন কক্সবাজার টেকনাফ হাইওয়ে রোডে গত ২৫ জুন মালবাহী একটি ট্রাক আটকে যায়। সেদিন দুপুর ২.০০ ঘটিকার সময় ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে। তারপর এলাকার লোক জন ইট, বালু ও কংকর দিয়ে রাস্তার গর্তটি মেরামত করে দেয়। এরপর থেকে সুন্দর করে গাড়ি চলাচল করলেও আজ ২৬জুন সকাল ভোর ৫ঘটিকার সময় বৃষ্টি হওয়ার করণে গর্ত নরম হয়ে যায়।
যার কারণে ২৬জুন সকাল ৮.০০ ঘটিকার সময় গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি ট্রাক আটকে গেলে, পশ্চিমে খালি জায়গা দিয়ে একটি কার্গো ট্রাক যাওয়া চেষ্টা করলে রাস্তার পাশে মাটি নরম থাকার কারণে উক্ত গাড়িটি আটকে যায়।কার্গোটিকে বড় ডাম্পারের সাহায্য উঠানোর চেষ্টা করলে টানা দেওয়া লোহা চিড়ে কার্গো ট্রাকটি পাশে উলটে পরে যায়। সকালে অনুমানিক ৯.৩০মিনিটে গ্যাস ভর্তি ট্রাকটি উদ্ধার করা হয়। তার ২ মিনিট যেতে না যেতে লোহা ও অন্যান্য মাল ভর্তি আরেকটা ট্রাক আটকে যাওয়াই বিশাল সমস্যা দেখা দেয় প্রায় ৫ কিলোমিটার উভয় দিকে গাড়ি জেম হয়ে আছে।
এই বিষয়ে জানতে চাইলে, নয়াপাড়া হোছাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব ছৈয়দ আলম বলেন, এইরকম অরো অনেক গর্ত দেখা যায় কক্সবাজার টেকনাফ হাইওয়ে রোডে। দুই-তিন বছর ধরে এই রোডকে মেরামত করা হচ্ছেনা। যদি অতিদ্রুত মেরামত করা না হয়। তাহলে আরো অনেক দুর্ঘটনা দেখা দিবে। দুই পাশের গাড়ি চলাচল বন্ধ এখন। গাড়ি গুলো উদ্ধারের কাজ চলতেছে।