নিজস্ব সংবাদদাতা:
কক্সবাজার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় আব্দুস সুবহানের সন্তানেরা, একি এলাকার গিয়াস উদ্দিনের পরিবারে উপর লোহার রড,হাতুড়ি দিয়ে গুরুতর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে।জানা যায়,২৭ই জুন রোজ (শনিবার) দোকানের মধ্যে গিয়াস উদ্দিনের সাথে আব্দুস সুবহানের জামাই সোনা মিয়ার ছেলের সাথে কথা কাটাকাটি হলে, এক পর্যায়ে আব্দুস সুবহানের ছেলে মো:নুর কবির,নুর আলম,আব্দুল আলীম ও সুবহানের জামাই সোনামিয়া সহ কয়েকজন এসে, গিয়াস উদ্দিন,
আজিজুর রহমান,গুরা মিয়া সহ তাদের পরিবারের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। এব্যাপারে অত্র ওয়ার্ডের মেম্বার আব্দুল বাছেতের কাছে জানতে চাইলে তিনি বলেন,আহত পরিবার ঘটনার ব্যাপারে আমাকে অভিযোগ করেছে,আমি তাদের উভয় পক্ষকে ডেকে তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা যাচাই করে বিচার প্রক্রিয়া সমাধান করে দেবো বলেছি।