![](https://ajanabangladesh.com/wp-content/uploads/2022/03/life2.gif)
গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ ও চন্দনাইশ উপজেলাকে ১০০ পিছ সুরক্ষা সামগ্রী দিলেন দেশের খ্যাতিমান শিল্প প্রতিষ্ঠান বাস্তু শিল্প ও অলটেক্স এর এমডি ও বিজিসি ট্রাস্টের ট্রাস্টি ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ। গত ২৯ জুন সোমবার সকালে নগরীর মহানগর আদালত ভবনের ৩৪৯ নং কক্ষে ব্যারিস্টার আসিফের পক্ষে নারী ও শিশু নির্যাতন আদালেতের স্পেশাল ট্রাইব্যুনালের পিপিও বাংলাদেশ আওয়ামীলীগ চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেন্টু গাউসিয়া কমিটি কেন্দ্রীয় ও চন্দনাইশ উপজেলার নেতৃবৃন্দের হাতে এ সুরক্ষা সামগ্রী তুলে দেন। এ সময় গাউসিয়া কমিটি মিডিয়া সেলের প্রধান অধ্যক্ষ আবু তালেব বেলাল,
উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, ডায়মন্ড সিমেন্ট-এর ডিজিম আবদুর রহিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ খতিবী, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলার দাফন কার্যক্রমের সমন্বয়ক শুভ, জোয়ারা ইউনিয়নের বেলাল হোসেন ও সরোয়ার প্রমূখ। পরে এসব সুরক্ষা সামগ্রী নগরীর বহদ্দার হাটস্থ আর বি কনভেনশনে গাউসিয়া কমিটির তথ্য কেন্দ্রে চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব যথাত্রমে পেয়ার মোহাম্মদ কমিশনার ও এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারের কাছে হস্তান্তর করা হয়।
সুরক্ষা সামগ্রী হস্তান্তর কালে পিপি নজরুল বলেন, করোনা মহামারীতে গাউসিয়া কমিটি দেশব্যাপী মানুষের সেবায় নিবেদিত থেকে চার শতাধিক মৃত দাফন করেছে ইতোমধ্যে। যা দেশব্যাপী প্রশংসিত হয়েছে। দেশের মহাসংকট করোনাকালে রোগী সেবা ও মৃত কাফন-দাফন, সতকারে সহায়তার মাধ্যমে গাউসিয়া কমিটি যে ভূমিকা তা অনন্য নজির উল্লেখ করে বক্তারা যারা সহযোগিতা করতে এগিয়ে এসেছেন-তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।