আল্লাহ আমাদেরকে অনেক ধন-সম্পদ দান করেছেন আমরা যদি এই সম্পদের সৎ ব্যবহার করতে পারে তাহলে বিনিময়ে আল্লাহপাক আমাদেরকে পরকালে এর প্রতিদান দিবে। আল্লাহর হুকুমে আমাদের সামন্য আর্থিক সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি নিঃষ্পাপ ছয় বছরের কন্যার কোমল জীবন। তাই সম্প্রতি রাঙ্গামাটি সদর এলাকার কিডনি সমস্যা জনিত রোগে আক্রান্ত এক অসহায় গরীব হুজুরের ছয় বছর বয়সী মেয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন চন্দনাইশ মোজাহের পাড়ার আলোকিত সংগঠনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সেবক, প্রবাসী মোহাম্মদ শাহেদ শাহ। বর্তমানে মেয়েটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি বলেন আমি আমার সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।
যাতে এই ছোট্ট মেয়েটি আল্লাহর রহমতে সেবা নিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। আমার মত সমাজের বিত্তবান শ্রেণীর মানুষেরাও যদি যার যার অবস্থান থেকে এরকম অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় এবং নিঃস্বার্থ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাহলে কাউকে আর বিনা চিকিৎসায় অকালে মৃত্যু বরণ করতে হবে না। আমি এই ছোট্ট সোনামণিটির জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ যেন তাকে খুব শীঘ্রই সুস্থ হয়ে পিতা-মাতার নিকট ফিরে আসতে পারে।