মায়ের বাঁধন”
?___এ কে এম, কামাল হোছাইন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মা’ আমার মমতার মহল প্রাণের স্পন্দন
মা ছাড়া এই ভবে আপন কেহ নাই,
হাজারো ব্যাথা বেদনার পরে যদি- দেখি
মায়ের মুখ সর্ব দুঃখ দূর হয়ে যাই।
যে মা’ আমায় প্রসব বেদনা সহ্য- করে
করেছে লালন পালন জন্ম থেকে,
কি করে আমি মা’কে দূরে রেখে- থাকি
মা মোর মিশে আছে সূচনা-থেকে।
যে মা’ আমায় বুকের দুগ্ধ পান- করায়ে
করেছে মানুষ চলনে বলনে গুণে,
এই জগতের বুকে সর্ব বিনিময়ে জানা
কখনো শোধ হবেনা মায়ের ঋণ।
এই জগতের বুকে হাজারো ব্যাথা যন্ত্রণা
সহ্য-করার কেবল’ই প্রবল ক্ষমতা,
মা’ ছাড়া নিস্বার্থ আর কেউ নেই কেবল
মায়ের বুকে সন্তানের জন্য মমতা।
এই জগতে কেবল’ই মায়ের মুখে- শুনি
সদা শুধু সত্য-কথা শান্তির বাণী,
মায়ের মতো আপনজন এই ভবে- আর
নিঃস্বার্থ নির্মল বাঁধন নেই জানি।