আজ ৬ জুলাই, সোমবার বাঁশখালী পৌরসভা উত্তর জলদী আশকরিয়া সংলগ্ন তাহেরিয়া সাবেরিয়া নুরুল উলুম হোসাইনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাঁশখালী উত্তর ও দক্ষিণের সহযোগিতায় করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন-কাফনের প্রশিক্ষণ কর্মশালা ও জামেয়ার প্রতিষ্ঠাতা হযরত আহমদ শাহ সিরিকোটি (রহঃ) এর ৬১তম সালানা ওরস মোবারক গাউসিয়া কমিটি বাঁশখালী দক্ষিণের সভাপতি ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুহাম্মদ আবু বকর সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান রেজভীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ।
প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও দাফন-কাফনের প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী হামেদিয়া রহিমীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দিন নেছারী, অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদ, গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-প্রচার সম্পাদক আলমগীর ইসলাম বঈদী। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাঁশখালী উত্তরের সভাপতি মাওলানা আবদুর রহীম সিরাজী, অধ্যাপক মনিরুল ইসলাম আশরাফী, মুহাম্মদ হারুনুর রশিদ,
আলহাজ্ব মাওলানা দ্বীন মুহাম্মদ কাদেরী, শহীদুল ইসলাম, মাওলানা আবদুল গফুর,মাওলানা আবু তাহের তৈয়বী, মাস্টার রফিক আহমদ, মাওলানা নেজাম উদ্দিন, আবদুর রহিম বক্স, আবদুল করিম জেহাদী, এহসান, হাফেজ শহিদ উল্লাহ, বশির আহমদ, হাফেজ নেজাম, কলিম উল্লাহ, মাস্টার জমির, রেজাউল করিম, আবুল বশর সিকদার আহমদ ছফা ফকির, হাফেজ আলী আকবর, মারুফ, জিয়াউল হক, হাবিবুর রহমান, দিদার প্রমুখ।