আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ওবাইদুল হক নঈমীর জানানায় লাখো মানুষের ঢলআহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান শায়খুল হাদিস দেশবরেণ্য আলেমেদ্বীন মুফতি আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ.) এর নামাজে জানাজা গতকাল ০৬ জুলাই সেমাবার রাত ১২টায় নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে সম্পন্ন হয়। জানাযা শেষে জামেয়া সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আল্লামা নঈমী সোমবার বিকাল ৪ টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
এর পর পরিবার এবং আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন মঙ্গলবার বাদে জোহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে নামাজে জানাজা হবে। এ সংবাদ দেশের সকল গণমাধ্যমে প্রচারও হয়। কিন্তু সরকারের আইন শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সোমবার রাতেই জানাজা সম্পন্ন করার অনুরোধ করা হলে মরহুমের পরিবার ও আনজুমান কর্তৃপক্ষ রাত ৯.৩০টায় ঘোষণা দেন এ দিন রাত ১২ টায় জানাজা হবে। এর পর মাত্র ২ ঘণ্টার ব্যবধানে লাখে মুসল্লি ওলামা-মাশায়েখ ও বিভিন্ন দরবারের সাজ্জাদানশীনদের উপস্থিতিতে জামেয়া ময়দান, মসজিদ, মাদ্রাসা,
খানকাহ্ ভর্তি হয়ে নাজিরপাড়া ও খতিবের হাট পর্যন্ত পুরো এলাকায় জানাজার জন্য মানুষ কাতারবন্দি হয়ে যান। রাত ১২.১৫ মিনিটে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় নামাজ পড়ান আল্লামা নঈমীর সুযোগ্য পুত্র জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হামেদ রেজা নঈমী। জানাজার আগে জামেয়া ময়দানে শেরে মিল্লাত আল্লামা ওবাইদুল হক নঈমীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতি চারণ করেন আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মহাসচিব পীরে তরিকত সৈয়দ মছীহ উদ্ দৌলাহ্,
আহলে সুন্নাত সম্মেলন সংস্থা (ওএসি)’র সভাপতি আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, জামেয়া আহমদিয়অ সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, ওএসি’র সেক্রেটারি শায়খুল হাদিস আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব আল্লামা এম এ মতিন, যুগ্ম মহাসচিব স উ ম আব্দুস সামাদ, ঢাকা কাদেরীয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা কাজী আবদুল আলিম, ছোবহানীয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা হারুন উর রশীদ চৌধুরী, জামেয়ার ফকিহ্ আল্লামা মুফতী কাজী আবদুল ওয়াজেদ, হালিশহর তৈয়্যবিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী, পীরে তরীকত আল্লামা বদরুদ্দোজা বারী,
পীরে তরিকত আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, পীরে তরিকত মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ্, আল্লামা ইরফান হাশেমী, আহলে সুন্নাত ইমাম সংস্থার সভাপতি আল্লামা নূর মোহাম্মদ আলকাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়অর উপাধ্যক্ষ ড. মাওলানা লিয়াকত আলী, ছোবহানিয়া আলিয়ার উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, বিশিষ্ট ইসলামিক স্কলার ড. সৈয়দ জালাল উদ্দীন আল আজহারী, মাওলানা হাসান আল আজহারী, মাওলানা আবদুল গফুর ও মাওলানা তারেক আলকাদেরী।
জানাযা পূর্বে স্মৃতি চারণ অনুষ্ঠানের স ালন করেন অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল। উল্লেখ্য যে, জানাযা শেষে মরহুম আল্লামা নঈমী সাহেবকে জামেয়া সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। শোক বার্তা ঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি কমরুদ্দীন সবুর, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, গাউসিয়া কমিটি কেন্দ্রীয় মিডিয়া সেল ও তথ্য কেন্দ্রের প্রধান সমন্বয়ক এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, আহ্বায়ক অধ্যক্ষ আবু তালেব বেলাল, এরশাদ খতিবী, আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ, ছাদেক হোসেন পাপ্পু, আহসান হাবিব চৌধুরী হাসান প্রমুখ গভীর শোক জানিয়েছেন।