
আল্লামা নঈমী জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত মূলধারার নেতৃত্ব দিয়েছেন সদ্য প্রয়াত আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম বোর্ড মেম্বার শায়খুল হাদীস শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ:)’র মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নানের নেতৃত্বে প্রতিনিধি দল। ৮ জুলাই বুধবার সকালে চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া সংলগ্ন আল্লামা নঈমীর মাজার জিয়ারতকালীন নেতৃবৃন্দ বলেন, শেরে মিল্লাত একজনই,তাঁর ছাত্র লক্ষ লক্ষ, অনুসারী কোটি কোটি। এদেশে সুন্নিয়ত প্রতিষ্ঠায় তাঁর অবদান অবিস্মরণীয়। জীবনের শেষ পর্যন্ত তিনি মূলধারার নেতৃত্ব দিয়েছেন।
এটাই তাঁর সফলতার অন্যতম দিক। দুই ঘন্টার ঘোষণায় গভীর রাতে তাঁর জানাজার উপস্থিতি তাঁর বিশাল জনপ্রিয়তার প্রমাণ। সুন্নি মুসলমানরা আল্লামা নঈমীর নিকট চিরকাল কৃতজ্ঞ থাকবে। তিনি দেশজুড়ে ইসলামের শাশ্বত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচার প্রসারে, সুন্নীয়তের সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করণে এবং দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর অনুপম অতুলনীয় আদর্শ চরিত্র, ধর্মীয় জ্ঞানের দক্ষতা ও প্রজ্ঞাগুণে শেরে মিল্লাত হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। তিনি সিলসিলায়ে কাদেরীয়া আলিয়ার ধারাবাহিক দীর্ঘদিন খেদমতে আঞ্জাম দিয়েছেন। সুন্নীয়তকে প্রাতিষ্ঠানিক রূপদানে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
দেশব্যাপি ছাত্রসমাজকে সুন্নীয়তের উদার মতাদর্শে উজ্জীবিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠায় তিনি পৃষ্ঠপোষকতা দেন। একইভাবে সুন্নী রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বও পালন করেন। ইলমে হাদিসের খেদমতের জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন।জিয়ারতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, মাওলানা এম.এ মতিন, স.উ.ম আবদুস সামাদ, অধ্যক্ষ মুহাম্মদ তৈয়্যব আলী, প্রফেসর সৈয়দ ড. জালালুদ্দীন আল আজহারী,
পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম তালুকদার, এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সৈয়দ মুহাম্মদ হোসাইন, অধ্যক্ষ মুহাম্মদ আবুল তালেব বেলাল, মাওলানা হাফেজ মুহাম্মদ রুহুল আমিন, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, উত্তর জেলা সভাপতি মাওলানা ওবাইদুল মোস্তাফা কদমরসুলী, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, মহানগর দক্ষিণ সভাপতি এম এন ইসলাম জিহাদী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরফ হোসাইন,
চট্টগ্রাম দক্ষিন জেলার সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, মাওলানা এম এ মাবুদ, মহানগর উত্তর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, মাওলানা কারী মুহাম্মদ ফেরদৌস আলম আলকাদেরী, অধ্যাপক কাজী মুহাম্মদ ইউনুচ, মুহাম্মদ শফিউল আলম শফি, ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি জি.এম. শাহাদাত হোসাইন মানিক, মুহাম্মদ মারুফ রেজা, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মুফিজুর রহমান, মুহাম্মদ রেজাউল করিম ইয়াছিন, মুহাম্মদ গোলাম মোস্তফা, হাফেজ মুহাম্মদ আতিক উল্লাহ প্রমুখ।