আন্তর্জাতিক ডেস্কঃ
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস গত ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হয় এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সারা পৃথিবীতে এ ভাইরাস বর্তমানে বিশ্বের ২১৪ টি দেশে ভাইরাসটি রাজত্ব করে চলেছে।প্রাণঘাতী এ ভাইরাস প্রথমেই চিনে ভয়াবহ আকার ধারণ করেছিল এরপর ইতালিকে ক্রাশ করে নেই এ ভাইরাস, দেশটিতে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ২১৬ জন মানুষ। ইতালি থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র হানা দেয় এ ভাইরাস বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে এক লক্ষ ৪২ হাজার ৮৭৮ জন মানুষের মৃত্যু হয়েছে এ ভাইরাসের কারণে।
এ ভাইরাস যুক্ত হয়েছে যুক্তরাজ্য এই দেশটিতে ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, দেশটিতে সুস্থতার হার জিরো পার্সেন্ট বললে চলে, কারণ এ পর্যন্ত দেশটিতে খুব কম সংখ্যক লোকই সুস্থ হয়েছে, এ ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ১৪ হাজারের কাছাকাছি মানুষ।বর্তমানে এ ভাইরাসটি ব্রাজিলে ব্যাপক হারে বেড়েছে মৃত্যুর সংখ্যা ব্রাজিলে এ পর্যন্ত ৭৮ হাজার ৮১৭ জন মানুষের মৃত্যু হয়েছে। এ ভাইরাসের কারণে দেশটিতে ২০ লক্ষ ৭৬ হাজারের কাছাকাছি মানুষ করোনাভাইরাসে সংক্রমণ হয়েছে।করোনাভাইরাসে কম ক্ষতি করেনি ফ্রান্সে দেশটিতে এ পর্যন্ত ৩১ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৯০ হাজারের কাছাকাছি মানুষ।
করোনাভাইরাসে স্পেনে এ পর্যন্ত ২৯ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৮ হাজারের কাছাকাছি মানুষ।করোনাভাইরাসের কারণে মৃত্যুর তালিকায় পিছিয়ে নেই ভারত দেশটিতে এ পর্যন্ত ২৭ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১০ লক্ষ ৭৯ হাজারের কাছাকাছি মানুষ।সারা পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক কোটি ৪৪ লক্ষ ৩৭ হাজার ৬৪৯ জন মানুষ, করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে সারা পৃথিবীতে ৬ লক্ষ ৫ হাজার ৭৯ জন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সারা পৃথিবীতে ৮৬ লক্ষ ২৪ হাজার ৮৯২ জন মানুষ।