মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ রেলওয়ে পূর্বা লের মাননীয় জিএম সরদার শাহাদাত আলীর তত্তাবধানে পূর্বা লের ৬০টি ষ্টেশনে একযোগে বৃক্ষরোপন কর্মসূচী চট্টগ্রামস্থ ষোলশহর জংশন ষ্টেশনে অনুষ্ঠিত হয়। ষ্টেশন মাষ্টার মোঃ জাফর উল্লাহ মজুমদারের সার্বিক সহযোগিতায় এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলক বহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরোয়ার্দী সরোয়ার।
বাংলাদেশ রেলওয়ে ষ্টেশন মাষ্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রী কমিটির সিনিয়র সহ-সভাপতি দিদার হোসেন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হান্নান হীরা, আওয়ামী যুবলীগ নেতা আবুল বাশার, এসএসএই/কার্য্য ষোলশহরের মোঃ ফারুক হোসেন, ষোলশহর রেল শ্রমিক লীগের সভাপতি বিমল চন্দ্র বড়ুয়া, সহকারী ষ্টেশন মাষ্টার গোলাম সরোয়ার, মোঃ রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মফিজুর রহমান প্রমুখ।