হজরত খাজা আবদুর রহমান চৌরভী (রা:) এর ওরশ মোবারকে বক্তারা“উপমহাদেশে কাদেরিয়া ত্বরীকার অন্যতম মহান প্রচারক ছিলেন খাজা আবদুর রহমান চৌরভী (রা:)”
সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার প্রবর্তক গাউসুল আজম দস্তগীর শায়খ সুলতান মহিউদ্দীন আবদুল কাদের জিলানী (রা:) এর দরবারে খলিফা, ইলমে লাদুন্নীর অধিকারী অন্যতম সাধক হজরত খাজা আবদুর রহমান চৌরভী (রা:) ছিলেন উপমহাদেশে সিলসিলায়ে আলিয়অ কাদেরিয়ার অন্যতম মহান প্রচারক, সমকালীন গাউছে দাওরা পদবীদারী সাধক।
তিনি প্রতিষ্ঠানিক শিক্ষা অর্জন না করলেও মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে তিনি ইলমে লাদুন্নীর অধিকারী হয়ে আল্লাহর প্রিয় হাবীব হুজর সৈয়দ আলম হজরত মুহাম্মদ (দ.) এর উপর ৩০ পারা দরুদ লিখে বিশ্বকে অবাক করে দিয়েছিলেন। এর বাইরে ইল্মে হাদিস সহ বেলায়ত ও তরিকতের উপর আরো সাতটি গ্রন্থ রচনা করেন। তিনি ছিলেন সমকালীন যুগের শ্রেষ্ঠ সাধক। কশ্ফে-কারামাতের অধিকারী। খাজা আবদুর রহমান চৌরভীর খিলাফত ও আধ্যাত্মিক ফয়ুজাত লাভ করে শাহেন শাহে সিরিকোটি (রা.) কুতুবুল আকতাবের মর্যাদা লাভ করেন। যার মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপে ইসলামের প্রচার-প্রসার লাভ করে।
গতকাল ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে নগরীর ষোলশহর আলমগীর খানকাহ্ শরীফে আয়োজিত ওরশ মোবারক মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত খাজা আবদুর রহমান চৌরভী (রা.) এর-এ ওরশ মোবারকে সভাপতিত্ব করেন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। বক্তব্য রাখেন আন্জুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শামসুদ্দিন, জুয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, এ্যসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব এস.এম. গিয়াস উদ্দিন সাকের,
ফিন্যান্স এন্ড পাবলিকেশন সেক্রেটারি অধ্যাপক কাজী সামশুর রহমান, জামেয়ার চেয়ারম্যান অধ্যাপক দিদারুল ইসলাম, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী, আন্জুমান রিসার্চ সেন্টারের মহা পরিচালক আল্লামা এম এ মান্নান, ভাইস ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা ড. লিয়াকত আলী, মুহাদ্দিস আল্লামা সোলায়মান আনসারী, প্রধান ফকিহ্ আল্লামা কাজী আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, প্রধান মুফাস্ইসর আল্লামা ছালেকুর রহমান, খতিব আল্লামা আবুল আসাদ জুবায়ের,
আল্লামা হাফেজ আনিসুজ্জামান, আল্লামা ইউনুস রিজভী, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব শাহজাদা ইবনে দিদার, যুগ্ম-মহাসচিব এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, দক্ষিণ জেলার সভাপতি কমরুদ্দিন সবুর, মহানগর সদস্য সচিব সাদেক হোসেন পাপ্পু, আলহাজ্ব মনোয়ার হোসেন মুন্না, অধ্যক্ষ আবু তালেব বেলাল, এরশাদ খতিবী, আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ, এহসান হাবিব চৌধুরী হাসান, জামাল উদ্দিন সুরুজ প্রমুখ। মাহফিলের আগে সকাল ১০টা হতে খতমে কোরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল, খতমে গাউসিয়া, মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তবারুক বিতরণ করা হয়।