বাংলাদেশ ছাত্রলীগ পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে গত ২৬ জুলাই সকাল ১০ ঘটিকায় সিটিসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার ওমর ফারুকের সভাপতিত্বে ও পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মেহেরাজ হোসেন অভি’র স ালনায় পাঁচলাইশ এলাকায় এক বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা ওয়াহেদুল আলম শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সাবেক সদস্য ইঞ্জিনিয়ার শাহেদ মিজান।
এতে বক্তারা বলেন, গাছ রোপন করে এ পৃথিবীকে বাসযোগ্য করার দায়িত্ব নিতে হবে সবাইকে এবং এই দায়িত্ব বাংলাদেশ ছাত্রলীগ মসৃনভাবে পালন করবে বলে আশা রাখি। পরিশেষে পৃথিবীকে সবুজ শ্যামল ও বসবাসের উপযোগী করতে বৃক্ষরোপনের মত এমন মহৎ কাজের দায়িত্ব বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মী নিষ্টার সাথে পালন করবে বলে আশা রাখি। এতে আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মোঃ শিবলু, মোঃ নাজমুল, মোঃ নাজিম, মোঃ সাকিব, মোঃ নাদিম, মোঃ রায়হান, মোঃ তানিম, মোঃ রিয়াদ, মোঃ বিজয়, মোঃ শাহেদ, মোঃ জিসান, মোঃ সিয়াম, মোঃ ফারুক, মোঃ তৌহিদ, মোঃ সামি, জয় দাশ, সুমন দাশ প্রমুখ।