সরকার কর্তৃক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষিত দেশব্যাপী মাদক বিরোধী অভিযানের ফলে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে ইতিমধ্যে। কমলগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর কমলগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা দেওয়া হবে বলে জানান অফিসার ইনচার্জ আরিফুর রহমান। শনিবার রাত ৮টার দিকে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান এ ঘোষনা দেন।গত কয়েক মাসে মাদক বিরোধী অভিযানে কমলগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকসেবী আটক হয়।
আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় কমলগঞ্জ অনেকটা মাদকমুক্ত।এনিয়ে কমলগঞ্জ থানা প্রশাসন থেকে কমলগঞ্জ থানাকে সব ধরণের মাদক নির্মূল করতে এবার নির্দিষ্ট সময়সূচী ঘোষনা করা হলো। তবে স্থানীয়রা বলছেন,ধরা পড়া,জেলে যাওয়া,ফিরে আসার পর অপরাধীরা আবার মাদকে জড়িয়ে পড়ছে। এই অবস্থা চলতে থাকলে মাদকমুক্ত পরিবেশ ধরে রাখা সহজ হবে না। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের উপর জোর দেন তারা।
পুলিশ সূত্রে জানা যায়,গত ২ মাসের ব্যবধানে প্রায় অর্ধশতাধিক মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধার করা হয় চোলাই মদ,বিদেশী মদ,গাজাঁ ও ইয়াবা ট্যাবলেট। ফলে কমলগঞ্জ উপজেলায় মাদকের প্রভাব বিস্তার অনেকটা কমে আসার প্রেক্ষাপটে থানার অফিসার ইনচার্জ (ওসি)আরিফুর রহমান আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে কমলগঞ্জ উপজেলাকে সম্পূর্ন মাদকমুক্ত করা হবে বলে ঘোষনা দেন। এবিষয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন,
মাননীয় আই জি পি ও পুলিশ সুপার মৌলভীবাজার স্যারের নির্দেশনায় মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার যে অভিযান শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় কমলগঞ্জ উপজেলাকে সকলের সহযোগিতায় আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণভাবে মাদকমুক্ত করার কাজ হাতে নিয়েছি। এছাড়াও তিনি কমলগঞ্জ উপজেলাবাসীকে আহবান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলেমিশে কমলগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করি।