দর্শনা প্রতিনিধি,
প্রতি বছরের তুলনায় এ বছর পানির পরিমানটা একটু বেশি যার প্রতি ফলে উচু-নিচু সব স্থানে পানি জমে যাচ্ছে। নিদিষ্ট নিষ্কাষনের ব্যবস্থা যদি না থাকে তাহলে বিপাকে পড়বে ঐ সব মানুষ গুলো। দামুড়হুদা, কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের একটি বদ্ধ আবাদি জমির নিষ্কাশনের ব্যবস্থা করলেন উক্ত ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আশরাফ আলী। কানাইডাঙ্গা গ্রামের মালসা গাড়ি নাম একটি বিলে পানিবদ্ধ অবস্থায় ছিল জনগনের কল্যানের জন্য তিনি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
মালসা গাড়ি বিলটির জমির পরিমান ৫০-৬০ বিঘা হবে উক্ত নিষ্কাশনের জন্য যার প্রায় অনেকটা এখন আবাদ করার উপযোগী হয়েছে। উক্ত বিলটার অবস্থা দেখে সাধারন মানুষের চিন্তা করে তিনি নিজে নিজের জমির ভিতর দিয়ে নালার ব্যবস্থা করেন। তিনির এমন কাজের জন্য উক্ত জমির মালিকরা অনেক সাধুবাদ জানাই। একই সাথে উক্ত জমি মালিকরা একটু হলেও ভালো ফসল পাবার আশার আলো খুজে পাচ্ছে।