দর্শনা প্রতিনিধি,, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা দর্শনা থানার এলাকাধীন পবিত্র ঈদুল আযহা সামনে রেখে দর্শনা থানাসহ আশপাশের বিভিন্ন হাট বাজার গুলোতে কামারীদের শেষ মুহূর্তের কর্মব্যস্ততা বেড়েই চলেছে । মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বছরে দুইটা (১) ঈদুল ফিতর। আর (২) পবিত্র ঈদুল আযহা। পবিএ ঈদুল আযহা হলো মুসলমান জাতির কাছে একটা বিশেষ দিন এই দিনে পশু কুরবানী দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য। তাই পশু কুরবানী দেওয়ার জন্য প্রয়োজনীয় ছুরি, চাকু,
দ্বাসা ও হাসুয়া বটি বিভিন্ন প্রয়োজনীয় লোহার তৈরী জিনিসপত্র এসব খুবই চাহিদা বাড়ে এই পবিত্র ঈদুল আযহায়। দর্শনা থানার বিভিন্ন এলাকাধীন কয়েক টি হাট ও বাজারে সরেজমিনে ঘুরে দেখা যায় কামারের দোকান গুলোতে কজের প্রচন্ড ভীড়। কামারীরা বলেন ঈদুল আযহার ৮ থেকে ১৫ দিন পূর্বে থেকে এর ভিতরে ব্যাপক পরিমাণের কাজের চাপ বেড়ে যায়।