
চিলমারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দেশের সব জায়গায় বন্যার পানি কমতে শুরু করে দিয়েছে। কিন্তু বন্যার পানি কমলে ও মানুষের জীবন যাপনের এখনো অনেক সমস্যা রয়েছে।মিলছে না মানুষের কর্মের ব্যবস্থা।পারছে না ঠিকমতো মানুষ ৩ বেলা খেতে।আবার বাধেঁ পূর্ব পাশে এখনো ৭০% মানুষের বাড়িতে পানি রয়েছে।তারা এখনো আশ্রয় নিয়ে আছেন কোনো আশ্রয় কেন্দ্রে কিংবা বাধেঁ রাস্তায় তাবু বা টিনের চালা দিয়ে।বৃষ্টি হলে পড়তে হচ্ছে তাদের নানা সমস্যায়।বাতাস হলে উঁড়ে যাচ্ছে তাদের অনেক কষ্টে থাকা ঘর গুলো।
দেখা যাচ্ছে না তাদের কাছে কেউ কোনো সাহায্য নিয়ে আসতে। তবে সরকারী ভাবে ১০কেজি করে চাল দেওয়া হলে ও বরাদ্দ বেশি না থাকায় পাচ্ছে না অনেকেই।হতাশায় ভুগতেছেন অনেকেই।তবে এখনো পর্যন্ত দেখা মেলে নি কোনো এনজিও সাহায্য নিয়ে আসতে, তবে তাদের দেখা যায় কিস্তি আদায় করতে আসতে। চরাঞ্চল গুলোতে দেখা দিয়েছে চিকিৎসার অভাব। মিলছে না পর্যাপ্ত ঔষুধের ব্যবস্থা। তার পরে ও মানুষ শত কষ্টের মাঝে থেকে ও রাত শেষে সেই সব মানুষ গুলো আশার আলো দেখতেছেন।