চিলমারী ,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রনমা ইউনিয়নের বিভিন্ন জায়গায় জাহেদুল ইসলাম(রাজা) ও লায়ন মিয়ার নেত্বত্রে ২৫০পরিবারের মাঝে জনপ্রতি চাল ৫কেজি,ডাল১কেজি,তেল৫০০গ্রাম লিটার, চিনি২৫০গ্রাম, ,আটা১কেজি,লবণ ১কেজি,সেমাই ১পেকেট বিতরন করা হয় ।এসময় রোটারী চিলমারী শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।