চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধি;
রৌমারি থানার পুলিশ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন(৫২০) গত ২৮ /৭তারিখে জ্বর হলে করোনা টেষ্ট করে নমুনা সংগ্রহ করে তাকে তার নিজ বাড়িতে আইসোলোশে রাখা হয়।।সোমবার সকাল ৮:৩ মিনিটে শ্বাষকষ্ট দেখা দিলে তাকে দুরুত রৌমারী হাসপাতে নিয়ে গেলে সকাল ১০:১৫ মিনিটে মৃত্যু বরণ করেন। তবে ওনার এখনো করোনার রিপোট পাওয়া যায় নি। আলতাফ হোসেনের মৃতদেহ জেলা পলিশের ব্যবস্থাপনায় তার নিজ বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্দায় পাঠিয়ে দাফন কাজ সম্পন্ন করা হয়। এতে বাংলাদেশ পুলিশ গভীর শোক প্রকাশ করেন।