মোঃলিমন মিয়া সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুর জেলায় সরিষাবাড়ী উপজেলায় ৩নং ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে গত ০৩/০৮/২০২০ ইং রোজ সোমবার।স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মেয়ের জামাই নুরুল ইসলামের সাথে আমিনুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত সোমবার সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। নিহত স্বপন মিয়া (৫২)মারামারির সংবাদ পেয়ে ওই দিন সন্ধ্যায় মেয়ের বাড়িতে আসেন।এ সময় হামলাকারি মোঃ আমিনুল ইসলাম ও সাথে থাকা কয়েক জন মিলে নুরুল ইসলামের বাড়ীতে এসে নুরুল ইসলামকে ঢাকাঢাকি করলে নুরুল ইসলামকে না পেয়ে তাঁর স্ত্রী সবুজা বেগমের উপর হামালা করে মেয়েকে রক্ষা করতে স্বপন মিয়া(৫২) এগিয়ে আসেন।
তখন হামলাকারীরা তাঁকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যান স্বপন মিয়া। পরে সরিষাবাড়ি থানার পুলিশ লাশ উদ্ধার করে।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার (তদন্ত) জোয়াহেরুল হোসেন খান জানান, এ ঘটনাকে কেন্দ্র করে কণিকা নামে এক মহিলাকে আটক কার হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর পাঠানো হয়েছে।