
চিলমারী,কুড়িগ্রাম প্রতিনিধি;
দেশের সব জায়গায় কম বেশি বান হইছে। হামার কুড়িগ্রাম জেলাতেও বান হইছে।খালি বান হইছে কইলে ভুল হইবে, মেলা বড় বান হইছে।তবে এহনা চিলমারীত বেশি দিন বানের পানি থাকছে। ক্ষতি হইচে অনেক কিছু, তার পরেও হামার সাহস হারায় নাই।করোনার লকডাউনের জন্য হামার কাম বন্ধ হইছে। সমস্যা হইছে খাওয়া।তারপরেও হামার সাহস আছে।তাতে আসিল ফির বান। পানি নাই যাইতে ফির পানি আইসে, আছিল ৪দরফায় বান।কষ্ট হইছে হামার থাকার, খাওয়ার, গরু ছাগলের থোয়ার, খাওয়ার।
বেচপার গেইলে দাম নাই,কি করমো না বেচে ওগলেক, যেডে হামার এতো সমস্যা, সেডে কি করি কন। এমনটায় বলেন চিলমারীর অনেক বন্যার্থ পরিবারের অভিভাবকেরা। হয়তো সবাই মিলে তাদের পাশে দাড়ালে তাদের আর ভয় ও খাওয়ার সমস্যা হবে না। তবে সরকারী বরাদ্দ ছিলো ১০কেজি চাল। সেখানে আবার সবাইকে দেওয়া মতো সামর্থ ছিলো না। তাদের পাশে থেকে অনেকে সাহস জাগিয়ে তুলেছেন।