
কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটি কাপ্তাইয়ের চন্দ্রঘোনার কেপিএম মাষ্টার কলোনী এলাকার কাপ্তাই থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ ইয়াবা সেবনকারী আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগষ্ট)সকাল ০৭ টা ৪০ মিনিটে চন্দ্রঘোনার ইউনিয়ন মাষ্টার কলোনী এলাকার হতে তাকে ১৮ পিস ইয়াবা সহ ইয়াবা সেবনকারীকে আটক করা হয়েছে বলে জানা যায়।
কাপ্তাই থানা পুলিশের এস আই খলিলুর রহমান এবং এএসআই আজাদের নেতৃত্বের এই অভিযান পরিচালনা করা হয়। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান আটককৃত আসামি বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়ের করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের তাকে প্রেরণ করা হয়েছে।