দর্শনা প্রতিনিধি:
চুয়ডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আজ ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। চির নিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। দর্শনা কেরুজ বাজার মাঠে জানাজায় শরিক হোন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য,গরীব দুঃখীর বন্ধু জনাব হাজি মোঃ আলি-আজগর টগর। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আলি মুনসুর বাবু। দর্শনা পৌর মেয়র জনাব মোঃ মতিয়ার রহমান সহ সর্বস্তরের নেতাকর্মী ও মুসল্লিরা। মরহুমের নামাজে জানাজা বাদ যোহর দর্শনা কেরুর বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে।