“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগান সামনে রেখে আইজিপি মহোদয়ের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এর দিক নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা অন্তভুক্ত দর্শনা থানাধীন পুলিশের আয়োজনে ০৫ নং পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ১৬ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের হলরুমে কার্যালয় প্রাঙ্গণে বিট পুলিশিং কার্যক্রমের অনুষ্ঠানে দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহাবুব রহমান কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবু রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫ নং পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব এস এ এম জাকারিয়া আলম সহ অত্র ইউনিয়নের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আবু রাসেল ও কাজল বলেন দ্রুত সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করবে বিট পুলিশিং এবং মাদকের বিরুদ্ধে রুক্ষে দাড়াবে। পারিবারিক ও সামাজিক পরিমানে যে সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারছেন না তা বিট পুলিশিংয়ের মাধ্যমে আপনারা আইনগত ভিত্তির মধ্যে চলে এসে দ্রুত সমাধান পাবেন।দর্শনা থানাকে ০৯ টি বিটে ভাগ করা হয়েছে। দর্শনা পৌরসভা এলাকায় ৩ টি আর ৬ টি ইউনিয়নকে ৬ টি বিটে ভাগ করা হয়েছে।
প্রতিটি বিটের বিট অফিসার একজন এস আই। উক্ত এস আই এর সাথে থাকবেন একাধিক এস আই ও দুজন কনস্টেবল। বিট পুলিশিংয়ের একটি আইনগত ফ্রেমের মধ্যে আনা হয়েছে এবং পুলিশই কাজটি করবে। ছোটখাটো সমস্যা গুলো যাতে আপনারা বিটের মাধ্যমে সহজেই সমাধান পেতে পারেন। বিভিন্ন স্থানে ছুটাছুটি করতে গিয়ে নানা সমস্যায় পড়েন অনেকে। এখন আর ছুটাছটি করতে হবে না। বিটের মাধ্যমে এসব পরামর্শ ও সমস্যার সমাধান করা হবে। এবং সবচেয়ে বেশি নজর দিতে হবে মাদকের উপর। মাদক থেকে উক্ত ইউনিয়ন সহ প্রত্যেকটা ইউনিয়নকে মাদক মুক্ত রাখতে হবে এটাই অঙ্গীকার।