ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে টানা তৃতীয় দফায় বন্যার অবনতি হলে, ক্ষতিগ্রস্থ হয়েছেন সাধারণ মানুষ। বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বেশিরভাগ মানুষের। চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিনানিপাত করছে এসব অসহায় মানুষ।মুরশীদুনা হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী’র সার্বিক তত্বাবধানে লতিফি হ্যান্ডস এর ব্যবস্থাপনায় উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নে চেচান হাফিজিয়া মাদরাসায় ১৫০টি পরিবারের মধ্যে গতকাল ১৮ই আগষ্ট মঙ্গলবার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
শহর কিংবা শহরের আশপাশের পানিবন্দি মানুষ সরকারি-বেসরকারি ত্রাণ বা সহায়তা পেলেও পানিবন্দি বিশাল গ্রামীণ জনগোষ্ঠী থেকে যাচ্ছে সাহায্য-সহায়তার বাইরে।লতিফি হ্যান্ডস চেষ্টা করছে এসব অসহায় পরিবার গুলোর মধ্যে ত্রান সামগ্রী এবং গৃহ নির্মান করে দিতে। এক্ষেত্রে সামাজের বিত্তবান মানুষের উচিৎ ক্ষতিগ্রস্থ এ সকল পরিবারের পাশে দাঁড়ানো।