জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘অগ্নিকালের মহাপুরুষ’ বিশেষ স্মরণিকার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, নিষ্টুর হত্যা কাপুরুষতার পরিচয় উল্লেখ করে তিনি আরও বলেন, যে কোন হত্যাকান্ডের খুনীদের বিচার ব্যবস্থা নিশ্চিত করেছেন বিশ্ব মানবাধিকার নেত্রী দেশরতœ শেখ হাসিনার সরকার।
তিনি আরও বলেন, ১৫ ও ২১ আগষ্টের চিহ্নিত খুনীরা কোনভাবেই রক্ষা পাবে না। প্রচলিত আইনের ধারায় খুনীদের বিচার বাংলার মাটিতে হবেই। জাতীয় শোক দিবস পালন পরিষদ চট্টগ্রাম’র উদ্যোগে গতকাল ২২ আগস্ট নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় শোক দিবস পালন পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান লায়ন শাহ আলম বাবুল। সংগঠনের সিনিয়র কো-চেয়ারম্যান হাজী সাহাবউদ্দীনের স ালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম,
উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এড. বাসন্তী প্রভা পালিত, সিডিএ’র বোর্ড সদস্য এম আর আজিম, জাসদ ভানুরঞ্জন চক্রবর্ত্তী, গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, লায়ন এ.কে. জাহেদ চৌধুরী, মোঃ খোরশেদ আলী মাইজভা-ারী, মোঃ ওসমান গণি, আব্দুল নবী লেদু, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দীন, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, অধ্যক্ষ এস.এম. দিদারুল আলম। বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়–য়া, অধ্যাপক উপানন্দ মহাথের, ভদন্ত লোকানন্দ মহাথের, লায়ন শেখ মহিউদ্দিন সিদ্দিক, লায়ন উত্তম বড়–য়া, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা এম এ ছালাম,
মুক্তিযোদ্ধা নাসির, উজ্জ্বল কান্তি বড়–য়া, লায়ন পুর্ণেন্দু বিকাশ বড়–য়া, সৈয়দ দিদার আশরাফী, হারুনর রশিদ, উপস্থিত ছিলেন ভাস্কর ডি.কে. দাশ মামুন, ডা. দুলাল কান্তি চৌধুরী, রিমন মহুরী, কাজী আইয়ুব, মোঃ তিতাস, আলমগীর চৌধুরী, জামাল উদ্দিন কান্টু, শিল্পী নারায়ন দাশ, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, সজল দাশ, কামাল হোসেন, শিলা বৃষ্টি, পারভিন আক্তার, শারমিন আক্তার, জাবেদ রকি, নজরুল ইসলাম মোস্তাফিজ, ইসমাইল কোম্পানী, অরজিত দত্ত, দেবব্রত দত্ত, ইসমাইল চৌধুরী সেলিম প্রমুখ। জাতীয় শোক দিবসের উপর শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।