বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক এসআই মোঃ রোকনুজ্জামান যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। জুলাই/২০২০ মাসের মাসিক কল্যাণ সভায় অস্ত্র গুলি, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃঙ্খলা রক্ষায় জেলার শ্রেষ্ট এসআই(নিঃ) নির্বাচিত হন ।মঙ্গলবার (২৫শে আগস্ট) সকাল ১০.০০ ঘটিকায় যশোর জেলা জিলা স্কুল অডিটোরিয়াম এ যশোর জেলা পুলিশের জুলাই/২০২০ মাসের মাসিক কল্যাণ সভায় বেনাপোল পোর্ট থানার এসআই রোকুনজ্জামান এর হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন যশোর জেলা পুলিশ সুপার জনাব,
মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম। এ সময় জেলার সকল থানার ওসিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, এই অর্জন বেনাপোল পোর্ট থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন স্যার এবং বেনাপোল বাসীর জন্য।তিনি আরো বলেন,আমি এভাবে কাজ করে যেতে চাই মানুষের দোয়া ও ভালো বাসায়।