বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মিডিয়া ব্যক্তিত্ব শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহ.)’র ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে খুনীদের শাস্তির দাবিতে চট্টগ্রাম মহানগর দক্ষিণ (জোন-১) ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ ব্যবস্থাপনায় আজ ২৭ আগস্ট বৃহষ্পতিবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম ইপিজেড চত্ত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ছাত্রসেনা মহানগর দক্ষিণ’র সভাপতি মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলমী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র সহ-সভাপতি মাওলানা ইউনুছ তৈয়্যবী যুক্তিবাদী। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণ যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল কবির রিজভী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র সভাপতি মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন। বিশেষ বক্তা ছিলেন মহানগর দক্ষিণ যুবসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক। মুহাম্মদ জহির উদ্দিন ও ইয়ার আহমদ জামশেদের যৌথ স ালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ আব্দুর রহিম,সৈয়দ মুহাম্মদ ইয়াছির, মুহাম্মদ মুন্না, ইয়াকুব আলি শোয়েব, শামীমুল ইসলাম, হাসানুর রহমান আপন, মিরাজ, আলমগীর, জুবায়ের,
ওয়াহিদ, শাহীন, তানজিল প্রমূখ।মানববন্ধনে বক্তারা ফারুকী হত্যার ৬বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং ফারুকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা মাঠে থাকবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন। একই দাবীতে আগামীকাল ২৮ আগস্ট বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্তরে অবস্থান কর্মসূচি ও কর্ণেলহাট চত্তরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সফল করার উদাত্ত আহবান জানান।