
চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চ্চা’র উদ্যোগে করোনাকালে চট্টগ্রামের সর্বস্তরের শিল্পী-কলাকুশলীরা আর্থিক সঙ্কটে বিপর্যস্ত। তাদের জীবন-জীবিকা রক্ষায় প্রথম পর্ব হিসেবে ভালবাসার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ ২৯ আগস্ট শনিবার বিকাল ৪ টায় চেরাগী পাহাড়স্থ কদম মোবারক স্কুলে সংগঠনের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব মোঃ জসীম উদ্দিন চৌধুরীর স ালনায় এতে বক্তব্য রাখেন চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সনজিৎ আচার্য্য, মানস পাল চৌধুরী,
ইকবাল হায়দার, নাট্যকার ডি.কে. দাশ মামুন, ইমরান ফারুকী, কবিয়াল কল্পতরু ভট্টাচার্য, গীতিকার জসিম উদ্দিন খান, ইঞ্জিনিয়ার সঞ্জয় কুমার দাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেন গুপ্ত,আহিল সিরাজ, আবছার উদ্দিন অলি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শংকর দে, গিয়াস উদ্দিন, এহসানুল করিম, মোঃ সেলিম, ইলিয়াস ইলু, সাফাত ইব্রাহিম, জানে আলম জনি, আনোয়ার হায়দার রাজিন, মোঃ মঞ্জুরুল আলম, রায়হান সুলতানা নিহা, সীমা সেন প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালে কণ্ঠশিল্পী, বাদন শিল্পী, বাকশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, শব্দ যন্ত্রী (সাউন্ড কর্মী) মিলে কয়েক হাজার শিল্পী আজ বাঁচা মরার সন্ধিক্ষণে, তাঁদের বেঁচে থাকার সব পথ আজ রুদ্ধ। শিল্পীদের শ্বাসরুদ্ধকর দুঃসহ জীবনে আশার আলো দেখাতে পারেন একমাত্র সংস্কৃতি বান্ধব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বমানবতার মুক্তিদূত, শিল্পী সমাজের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা।