গত ২৯ আগস্ট সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় মোমিন রোডস্থ চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে আসন্ন ১০ অক্টোবর শনিবার কঠিন চীবর দান উদ্যাপন কমিটি ২০২০ গঠন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা বিহারাধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথের’র সভাপতিত্বে প্রকৌশলী পলাশ বড়–য়া’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্নিমা উদ্যাপন, ১০ অক্টোবর শনিবার দানোৎত্তম শুভ কঠিন চীবর দান উদ্যাপনের সার্বিক বিষয় নিয়ে মতামত ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিহার পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মিথুন বড়–য়া,
বিহার পরিচালনা ও উন্নয়ন কমিটির নেতৃবৃন্দদের মধ্যে প্রকৌশলী বিধান চন্দ্র বড়–য়া, বিনয় ভূষণ বড়–য়া, স্বদেশ কুসুম চৌধুরী, অলক বড়–য়া বিটু, উত্তম কুমার বড়–য়া, প্রণব রাজ বড়–য়া, প্রদীপ কুমার বড়–য়া আনন্দ, তাপস কান্তি বড়–য়া, ডা. আশীষ কুমার বড়–য়া, সমাজ কল্যাণ অফিসার অসিম কুমার বড়–য়া, প্রসেনজিত বড়–য়া, রেবা বড়–য়া, সুজন বড়–য়া, শুভ্র মনিয়াম বড়–য়া পাপ্পা, আশিষ বড়–য়া জুয়েল, রানা বড়–য়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কঠিন চীবর দান পরিচালনা করার নিমিত্তে বিনয় ভূষণ বড়–য়াকে সভাপতি, আশীষ বড়–য়া জুয়েলকে সাধারণ সম্পাদক ও শুভ্র মনিয়াম বড়–য়া পাপ্পাকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উদ্যাপন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন প্রদান করেন। এবং বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে সকালে অষ্টপরিস্কার, বৈশ্বিক মহামারীতে কালগত জ্ঞাতীদের উদ্দেশ্যে সংঘদান এবং কঠিন চীবর দান স্বল্প পরিসরে এক সাথে করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত দানোত্তম কঠিন চীবর দানে বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের নবনির্বাচিত সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, ভদন্ত বনশ্রী মহাথের সংঘনায়কে ভূষিত হওয়ায় এবং ড. বিকিরণ প্রসাদ বড়–য়া ২১ শে পদকে ভূষিত হওয়ায় ও অত্র বিহারে উপাষক মঞ্জু রানী বড়–য়াকে মরনোত্তর সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।