
চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাশেম নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান বর্তমানে দেশের করোনা পরিস্থিতির শুরু থেকে মানবতার কল্যাণে নিজেকে উৎসগকারী বিশিষ্ট শিল্পপতি খ্যাতিমান সমাজ সেবক আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন ও সুন্নি জগত পরিবারের উদ্যোগে গত ৩০ ও ৩১ আগস্ট রবি ও সোমবার দু’দিন ব্যাপী গ্রাম ও শহরের ১০টি মসজিদ,
মাদ্রাসা ও মাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে হেফজ বিভাগের ছাত্রদের মাধ্যম পবিত্র খতমে কোরআন, খতমে গাউসিয়া, শেফা শরীফ ও মিলাদ মাহফিল বিভিন্ন মসজিদের পেশ ইমাম, মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান ও মাজারের খাদেমগণ তাঁর আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয় বলে জানান ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর বঈদী। উল্লেখ্য যে, হাসান মাহমুদ চৌধুরী করোনা চলাকালে সর্বদা মানবতার কল্যাণে কাজ করে গেছেন। বর্তমানে তিনি রাজধানীতে চিকিৎসাধীন রয়েছে।